অবতক খবর,৫ অক্টোবরঃ ২০১৪ সালে পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত করতে গিয়ে রাজ্যের বিভিন্ন পুরসভার নাম উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সহ ইডির হাতে। আর এই নিয়োগ সংক্রান্ত বিষয় সম্পর্কিত বহু গরমিল খুঁজে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা ।

আর সেই পুরসভার নিয়োগ সংক্রান্ত তদন্ত সূত্র ধরেই বৃহস্পতিবার সাত সকাল থেকেই রাজ্যের টিটাগর ,কামারহাটি সহ কাঁচরাপাড়া পৌরসভায় একযোগে রেড চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি। ২০১৮ সালে অয়ন শিলের কোম্পানির মাধ্যমে পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তদন্তে উঠে এসেছিল। আর সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই কামারহাটি পৌরসভার গোপাল সাহার পাশাপাশি টিটাগর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত চৌধুরীর বাড়িতে রেড করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পর্ব চলে তার পাশাপাশি কাঁচড়াপাড়া পৌরসভায়ও চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় ইডির রেড। প্রায় দু ঘন্টার কাছাকাছি কাঁচরাপাড়া পৌরসভার কার্যালয়েয় চলে তল্লাশি পর্ব। অবশেষে কাঁচরাপাড়া পৌরসভা থেকে তদন্তকারী সংস্থা বেরিয়ে গিয়ে পাল্লাদহের বাসিন্দা কাঁচরাপাড়া পৌরসভার কর্মী মিজানুর রহমানের বাড়িতে।