অবতক খবর,১৫ জুলাই: আজ কাঁচরাপাড়া নিউ কলোনিতে রেল কোয়াটার উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয়দের । তাদের দাবি, দীর্ঘ ৫০ বছর ধরে রেল কোয়ার্টারে বসবাস করছেন তারা। যদি সেখান থেকে তাদের উচ্ছেদ করে দেয় তবে তারা কোথায় যাবেন! মাথায় যেন আকাশ ভেঙ্গেছে। তাদের একটাই দাবি, পুনর্বাসন দিক রেল, তারা সরে যাবে। বিক্ষোভের মুখে পড়ে উচ্ছেদ করতে এসে ফিরে গেলেন রেল পুলিশ ও রেলের আধিকারিকরা।
ABTAK EXCLUSIVE