কাঁচরাপাড়া ডাম্পিং গ্ৰাউন্ড, যেখানে গোটা শহরের আবর্জনা এনে ফেলা হয়। আজ দেখা গেল সেখানকার অধিবাসীরা হঠাৎ বিক্ষোভ শুরু করেন। তাদের বক্তব্য সম্প্রতি এই ডাম্পিং গ্ৰাউন্ডের পাশ দিয়ে একটি নতুন রাস্তা তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে রাস্তার উপরেই এই আবর্জনা ফেলা রয়েছে। চারিদিকে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আবর্জনা। ফলত কিছু কিছু বাড়িতে এই আবর্জনা ঢুকে যাচ্ছে। এই নিয়েই আজ বিক্ষোভ দেখান বাসিন্দারা।

অন্যদিকে এই বিষয়টি নিয়ে সিআইসি দিলীপ ঘোষ বলেন,এটার টেন্ডার হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। রাস্তায় যে আবর্জনা ছড়িয়ে রয়েছে তা হয়তো ডাম্পিং গ্ৰাউন্ডে নিয়ে যেতে গিয়ে পড়ে গেছে।