অবতক খবর,২৩ এপ্রিল: তীব্র দাবদাহ থেকে বাঁচতে কাঁচরাপাড়া ছট্ পুকুরে ২২শে এপ্রিল দুপুরে স্নান করতে নামে কুলিয়া রোডের বাসিন্দা গোপাল বাঁসফোরের পুত্র কিশোর অর্জুন বাঁসফোর(১৪)। যদিও এই বিষয়টি তার পরিবার কিছুই জানতো না। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় এদিক-ওদিক খোঁজ শুরু করে পরিবার পরিজন।
তবে কোথাও তাকে পাওয়া যায়নি। অবশেষে সন্ধ্যায় মৃতের সমবয়সী এক নাবালক অর্জুনের পরিবারকে খবর দেয় যে, অর্জুন দুপুরে ছট্ পুকুরে স্নান করতে নেমে আর ওঠেনি। পুকুর ঘাটে ছুটে আসেন পরিবার-পরিজন এবং এসে দেখেন যে সেখানে পড়ে রয়েছে অর্জুনের জামাকাপড় এবং চটি। পরবর্তীতে ওই পুকুর থেকেই উদ্ধার হয় অর্জুনের দেহ।
পরিবার সূত্রে জানা গেছে, অর্জুনের মৃগী রোগ ছিল। তারা আরো বলেন,এদিন দুপুরবেলা স্নান করতে গিয়ে কোনোভাবে হয়তো মৃগী ওঠায় জলে ডুবে গেছে সে। বীজপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অন্যদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।