অবতক খবর,সংবাদদাতা,বীজপুর,১৮ই মে:: আজ বিকেল চারটে নাগাদ কাঁচরাপাড়া চেন গেট আরপিএফ ব্যারাক এর পেছনে গলার নলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম চানেশ্বর সাউ,আনুমানিক বয়স ৪৫বছর,মৃত ব্যাক্তি কাঁচরাপাড়ার বাসিন্দা। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায়,বীজপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে, তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।
ABTAK EXCLUSIVE