অবতক খবর,১২ ফেব্রুয়ারি: কাঁচরাপাড়ার কেন্দ্রবিন্দু গান্ধীমোড় সংলগ্ন অঞ্চলের বিভিন্ন দোকানে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। দিনদুপুরেই চলছে এই চুরি। আর এতে অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এই অঞ্চলের ব্যবসায়ীরা।

গতকাল গান্ধীমোড়ের সুখ্যাতিসম্পন্ন একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যে, এক যুবক প্রকাশ্যে এসে ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে নিয়ে বেরিয়ে গেছে। কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় এই যুবক।তবে এই যুবকের সন্ধান এখনও পাওয়া যায়নি। পরপর দুটি দোকানে এইরকম ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা এই ঘটনা সম্পর্কে অবগত করেছে বীজপুর পুলিশ প্রশাসনকে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

তবে এই ঘটনার পরে ব্যবসায়ীরা এখন চিন্তিত। তারা বলছেন, যদি দিনে দুপুরেই এইরকম ঘটনা ঘটে তাহলে তারা ব্যবসা করবেন কিভাবে!!