অবতক খবর,১৫ জানুয়ারি: কাঁচরাপাড়া কাঁপা মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তি সরানো হয়েছিল রাস্তা নির্মাণের জন্য। বর্তমানে সেই রাস্তার পুরোপুরি নির্মাণ সম্পন্ন হয়েছে। সেই কারণে এবার তড়িঘড়ি সেই মূর্তিটি বসানোর প্রস্তুতি নিচ্ছে কাঁচরাপাড়া পৌরসভা।
এক ঐতিহাসিক শহর কাঁচরাপাড়া। আর শহরেই একদা পদার্পণ করেছিলেন স্বামীজি। সেই ইতিহাস স্মরণ করিয়ে দেয় স্বামীজির এই মূর্তি।
দীর্ঘ বছর কাঁচরাপাড়া কাঁপা মোড়ে মূর্তিটি বসানো ছিল। যেহেতু উন্নয়নের কাজ চলছে,সেই কারণে মূর্তিটি যত্ন সহকারে সেখান থেকে সরানো হয়েছিল।
কিছুদিন আগে অবতকে এক সাক্ষাৎকারে কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী জানান,এই জানুয়ারি মাসের মধ্যেই মূর্তিটি যথাস্থানে বসানো হবে।
আর আজ কাঁচরাপাড়া পৌরসভার ইও সাহেব,সাআইসি উৎপল দাশগুপ্ত, পৌরসভার ইঞ্জিনিয়াররা অঞ্চল পরিদর্শন করে তদারকি করেন। যে স্থানে স্বামীজির মূর্তি স্থাপন করা হবে সেই জায়গাটির সৌন্দর্যায়ন আরো কিভাবে করা যায় সে বিষয়ে তদারকি করেন।
এ প্রসঙ্গে সিআইসি উৎপল দাশগুপ্ত বলেন,খুব দ্রুত স্বামীজির মূর্তি সসম্মানে যথাস্থানে বসানো হবে।