অবতক খবর,২৩ অক্টোবর: আজ মহানবমী। গোটা রাজ্য জুড়েই আজকের এই বিশেষ দিনটি পালিত হচ্ছে সাড়ম্বরে। বাদ যায়নি কাঁচরাপাড়াও। কাঁচরাপাড়ার বিভিন্ন জায়গাতেই নবরাত্রি এবং আজকের এই বিশেষ দিন উপলক্ষে কুমারী পুজোর আয়োজন করা হয়। ঠিক সেরকমই কাঁচরাপাড়ার বিশিষ্ট সমাজসেবী সুদামা সিং-এর বাড়িতেও আজকের এই বিশেষ দিনটির গুরুত্ব অসীম। আজ সকাল থেকেই তিনি নিজের বাড়িতে এই পুজো করলেন এবং স্থানীয়দের মধ্যে ভোগ বিতরণ করলেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, মা দুর্গা সকলের মঙ্গল করুন, সকলকে সুস্থ রাখুন এবং মানুষের আগামী দিনগুলি যাতে সুখময় হয়ে ওঠে।

তিনি আরো বলেন,মা সকলের। আর এই বাংলায় আমরা দেখি ১২ মাসে ১৩ পার্বণ। একের পর এক পার্বণ লেগেই আছে। তাই আমরাও সকলের সাথে মিলে উৎসবে মেতে থাকি।

আজ সকালে পরিবারের সকলকে নিয়ে উৎসবের মেজাজে কাঁচরাপাড়ার বিশিষ্ট সমাজসেবী সুদামা সিং।