অবতক খবর,৩০ জানুয়ারি: কাঁচরাপাড়ার প্রাণকেন্দ্র গান্ধী মোড়। এবার এই গান্ধী মোড়েই চুরির ঘটনা ঘটলো। বিগত বেশ কিছুদিন ধরেই বীজপুর থানার অন্তর্গত অঞ্চলে চুরির ঘটনা ঘটছে। কয়েকদিন আগেই কলেজ মোড়ের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
আর এবার কাঁচরাপাড়া গান্ধী মোড় স্থিত মদের দোকানে চুরি হলো। রাতের অন্ধকারে এই চুরির ঘটনা ঘটেছে কে বা কারা এই কাজ করেছে তা এখনো জানা যায়নি।
তবে কয়েক লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে চোর,এমনই জানিয়েছেন মালিক পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
কাঁচরাপাড়ার প্রাণকেন্দ্র গান্ধী মোড়ে এরকম একটি চুরির ঘটনা আতঙ্কিত ব্যবসায়ীরা। আর এটি ছোটখাটো কোন ঘটনা নয়।
ব্যবসায়ীরা বলছেন,এইভাবে চুরি হতে থাকলে তো বিষয়টি অত্যন্ত আতঙ্কের! পুলিশ প্রশাসনকে আরো কঠোর হতে হবে এবং রাতের টহলদারি বাড়াতে হবে।