অবতক খবর,২১ জানুয়ারি: গত রবিবার রাতে কাঁচরাপাড়ার মিলননগর সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইক এবং একটি স্কুটির। ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ।

মৃত্যু হয়েছে এক যুবকের। নাম গোবিন্দ দাস ওরফে পাপ্পু(৩২), হরলালনগর মসজিদ বাটি রোডের বাসিন্দা। লিচুবাগান অঞ্চলে তাঁদের একটি দোকানও রয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবতিও। রাধা পাল নামক ওই যুবতী মিলননগর আগুড়িপাড়ার বাসিন্দা। জানা গেছে, এদিন পাপ্পু একটি অনুষ্ঠান থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলো।সেই সময় স্কুটিতে করে যাওয়া ওই যুবতির সাথে তার সজোরে ধাক্কা লাগে।দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। প্রচুর রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই পাপ্পুর মৃত্যু হয়।খবর দেওয়া হয় বীজপুর থানায়।

বীজপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি আহত যুবতীকে চিকিৎসার জন্য কল্যাণীর জেএনএম হাসপাতালে পাঠায়। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।