অবতক খবর,১৫ সেপ্টেম্বরঃ ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ কাঁচরাপাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন বহু মানুষ। আর এই রক্তদান শিবিরে উল্লেখযোগ্যভাবে রক্তদান করছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা।

এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বি এম এস-এর একাধিক সদস্যরা।

উত্তর ২৪ পরগনা জেলা বি এম এস এর অধ্যক্ষ অরুনাভ পোদ্দার জানান, এখানে সকল শ্রমিকেরাই রক্ত দান করেছেন। পাশাপাশি তিনি এও বলেন, মজদুরদের পক্ষে লড়াই করাই আমাদের মূল লক্ষ্য।

এ প্রসঙ্গে বিজেপি নেতা তাপস ঘোষ জানান যে, রক্তের মূল্য আমরা তখনই বুঝি যখন আমাদের বাড়িতে কেউ অসুস্থ থাকেন এবং তাদের রক্তের প্রয়োজন হয়। তখন আমরা এক ব্যাগ রক্তের জন্য হন্যে হয়ে এদিক ওদিক ছোটাছুটি করি। তাই আমি প্রত্যেককেই আহ্বান করবো রক্তদানে ব্রতী হতে।