অবতক খবর,২৪ অক্টোবর: কাঁচরাপাড়ার সতীশ নন্দী রোডের বারোয়ারি দুর্গোৎসব এ বছর ১৪তম বৎসরে পদার্পণ করেছে। এই পুজোটির একটি ইতিহাস রয়েছে। এই পুজোটি কমপক্ষে ৬৭ বছরের পুজো, আলোক সমিতির মাঠে অর্থাৎ এই সতীশ নন্দী রোডে অবস্থিত একটি মাঠে এই পুজোটি অনুষ্ঠিত হত এবং হিসেব করলে দেখা যাবে পশ্চিমবঙ্গের মহিলা পরিচালিত পুজোর মধ্যে এটি ছিল আদিতম একটি দুর্গোৎসব। এই পুজোটি বারোয়ারি উৎসব হলেও পরবর্তীতে পাড়ার মহিলারাই এর নেতৃত্ব ছিলেন। এক সময়ে এই মাতৃ প্রতিমাটি নির্মাণ করতেন কাঁচরাপাড়া কারখানার শ্রমজীবী একজন। তার নাম নদীয়ার চাঁদ সরকার। এই অঞ্চলে মরা পোড়ানোর মাস্টার ‍নামে তিনি পরিচিত ছিলেন। এবছর আজ মায়ের বিসর্জনের দিন। আজ শুভ বিজয়া দশমী। শাস্ত্রীয় মতে এবং লৌকিক মতে আমাদের একটি আনন্দ অনুষ্ঠান।

সেই বিসর্জন পর্বটি সম্পন্ন হওয়ার আগেই উদ্যোক্তারা দেখেন আজ সকালে দুর্গা মায়ের নাকে সেই পুরাতন নথটি নেই। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। এমন একটা শুভ দিনে মায়ের নাক থেকে নথ চুরি হয়ে যাওয়া একটা অশুভ বা অমঙ্গলের ইঙ্গিত কিনা এই বিষয়ে আয়োজকরা এবং পুজোর সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন।