অবতক খবর,৩০মে: আজ সিটু-র ৫০তম প্রতিষ্ঠা দিবস পালিত হল কাঁচরাপাড়ায়। সেই উপলক্ষে সিটু-র রক্তপতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান করলেন সিটু-র উত্তর ২৪ পরগণা জেলা কমিটির কার্যকরি সদস্য শম্ভু চ্যাটার্জী ও অন্যান্য সদস্যবৃন্দ। পরিশেষে মানববন্ধন কর্মসূচী হয়ে সমাপ্তি ঘোষনা হয় এই অনুষ্ঠানের।









