অবতক খবর,৩০ এপ্রিলঃ গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হয়েছে ঝড়বৃষ্টি। এই গরমে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মানুষ।
তবে এই ঝড় বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়েছে। শুধু গাছপালা নয়,ভগ্নপ্রায় ঘর বাড়িও ভাঙতে শুরু করে। এমনই ঘটনা চোখে পড়ল কাঁচরাপাড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডের একটি ভগ্নপ্রায় বাড়ি থেকে বিশালাকার অশ্বত্থ গাছ প্রতিবেশীর বাড়িতে গিয়ে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বাড়ির সদস্যরা। এ বিষয়ে ওই বাড়ির সদস্যের সঙ্গে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন ধরে এই বাড়িটি আইনি জটিলতার জন্য ভাঙা হচ্ছে না। আরো অন্যান্য সমস্যার দরুন সাফাই কার্যেও ব্যাঘাত ঘটছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হলেই কোনো না কোনো ঘটনা ঘটে, কখনো দেওয়ালের ইট খসে পড়ে, আবার কখনো গাছ ভেঙে পড়ে।
এ বিষয়ে কাঁচরাপাড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি দেখছেন।
অন্যদিকে ঘটনার পরেই ওই অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় পৌরসভা এবং দমকল বিভাগকেও।