অবতক খবর,১৩ নভেম্বর: বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়ায় দীপাবলির সন্ধ্যায় জাল নো টসহ ধরা পরল এক ব্যক্তি। ধৃতের নাম শহদুল মন্ডল,হরিণঘাটার বাসিন্দা। ধৃতের কাছ থেকে প্রায় আটটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। জানা গেছে, এর আগেও সাহদুল মণ্ডল এসেছিলেন এবং কাঁচরাপাড়ার বাজারে একটি ৫০০ টাকার জাল নোট ভাঙ্গানোর চেষ্টা করেছিলেন। সেই দিনই সে ধরা পড়েছিল। কিন্তু ঐদিন কোনভাবে পালিয়ে বেচে যায় শহদুল। কিন্তু শহদুল ফের একই কাজ করার চেষ্টা করে এবং এবার হাতে নাতে ধরা পড়ে যায়।
ব্যবসায়ীরা তাকে ধরে বীজপুর থানায় খবর দেন এবং পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। তবে জানা গেছে, এ বিষয়ে মুখ খুলছে না সহদুল। তবে এই জাল নোট তার কাছে কোথা থেকে এলো, এর পেছনে আরো কারা জড়িত রয়েছে, সমস্ত কিছুই তদন্ত করে দেখছে বীজপুর থানার পুলিশ।