অবতক খবর,৩ নভেম্বর: আবুদা,মৃণাল কান্তি সিংহ রায়। কাঁচরাপাড়ার সামাজিক জীবনে একটি উল্লেখযোগ্য নাম। জীবনের প্রাথমিক পর্ব থেকে বৈচিত্রময় রাজনীতির সঙ্গে তাঁর জীবন অতিবাহিত হয়েছে। তিনি বিপ্লবী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নেতা হিসেবে বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলী এবং ক্ষুদিরাম বসুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। নকশালবাদী রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে কংগ্রেসী রাজনীতিতে পদার্পণ করলেও তাঁর চারিত্রিক দৃঢ়তা আচার-আচরণে তিনি যে একজন সমাজকর্মী সেটা আমৃত্যু প্রমাণ করে গিয়েছেন। তাঁর শেষ যাত্রার যে জন সমাগম যে মিছিল তা কাঁচরাপাড়ার জগতে ঐতিহাসিক হয়ে গিয়েছে। সংসদীয় রাজনীতির ক্ষেত্রে তিনি নেমে বিভিন্নভাবে প্রবঞ্চনার শিকার হয়েছিলেন।

তাঁকে সিঁড়ি করে অনেকেই রাজনীতির মঞ্চে নেতৃত্বের স্থান পেয়ে গিয়েছেন,একথা সত্য। কিন্তু আবুদা বেকার যুবকের প্রাণ,বেকার যুবকদের নেতা,এটা স্বীকৃত। কাঁচরাপাড়ার কারখানায় নিজে নেতৃত্ব নিয়ে যেভাবে বেকারদের চাকরি পাইয়ে দিয়েছিলেন সেটা একটা উল্লেখযোগ্য ঘটনা। তাঁকে তৎকালীন যুবকেরা মনে করতেন বেকারের ভগবান,যুবকের ভগবান। সে যাই হোক, এই আবুদার মূর্তি বসেছে কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়ার বাসস্থান অঞ্চলে তাঁর একটি মূর্তি বসেছে হালিশহর স্টেশন সংলগ্ন অঞ্চলে পশ্চিম পাড়ে। তাঁর একটি মূর্তি স্থাপিত হয়েছে কাঁচরাপাড়া আরপি স্কুল মোড়ে। এবার তাঁর চতুর্থ প্রতিমূর্তি স্থাপিত হতে চলেছে কবিগুরু রবীন্দ্র পথে স্টেশন সংলগ্ন অঞ্চলে। জানা গিয়েছে, আগামী ১৯শে নভেম্বর এই মূর্তিটি উন্মোচন করা হবে।