অবতক খবর,২৫ এপ্রিলঃ গোপন সূত্রে খবর পেয়ে কাঁকিনাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় বোমার খোঁজে তল্লাশি অভিযান চালালো পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশন জিআরপি। বোম স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে এই তল্লাশি অভিযান চালায় নৈহাটি জিআরপি ও রেলওয়ে বোম স্কোয়াড।কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন উনত্রিশ নম্বর রেলগেটের কাছে রেল লাইনের ধারে বোমার খোঁজে তল্লাশি অভিযান চালায় তারা। যদিও মঙ্গলবার সকাল থেকে টা থেকে তল্লাশি অভিযান চালিয়েও বোমার কোন খোঁজ পাওয়া যায়নি।