অবতক খবর,২১ জুলাইঃ কাঁকিনাড়া রথতলা এলাকার তৃণমূলের শহীদ কেশব বৈরাগী স্মৃতি স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করে কলকাতা ধর্মতলায় তৃণমূল শহীদ স্মরণ সভায় উদ্দেশ্যে আজ সকালে রওনা দেন নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক সহ বিধায়ক সুবোধ অধিকারী,জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।
ABTAK EXCLUSIVE