অবতক খবর,২৭ সেপ্টেম্বরঃ ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়া নারায়ণপুর হরিচরণ তরফদার হাই স্কুলের পাশের পুকুর থেকে এক মূক বধির যুবকের মৃতদেহ উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ। মৃত যুবকের নাম পাপ্পু দাস,বয়স ২৪।  মৃত যুবকের বাড়ি মাদরালে নিউ টাউনে, মুখ বধির ওই যুবক প্রতিমা তৈরি শিল্পীর কাজ করত বলে জানা গেছে। সকাল আটটার সময় সে বাড়ি থেকে আজ বেরোয় তারপরে সানপুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ।