অবতক খবর,২৬ মার্চ: শুরু হয়েছে এবছরের আই পি এল। আর কল্যানী থানাও অঙ্গীকার বদ্ধ আই পি এল এর বেটিং বন্ধ করার জন্য। সেই কারনে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে কল্যানী থানার মাঝেরচর এলাকায় রেড করে কল্যানী থানার পুলিশ ৪ জন কে গ্রেপ্তার করে, তাদের মোবাইল ফোন সিজ করে ও বেশ কিছু টাকা উদ্ধার করে। আজ আসামী দের কল্যানী কোর্ট এ পাঠান হয়। ZERO TOLERANCE TO IPL BETTING.