অবতক খবর,১২ মার্চ:  চার বছরের ডিগ্রী কোর্স বাতিলের দাবিতে, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার মেনে নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও ফলাফল প্রকাশের দাবি সহ বিশ্ববিদ্যালয় এবং তার অন্তর্গত সমস্ত কলেজগুলোর পরিকাঠামোগত সমস্যার সমাধানের দাবি নিয়ে আজ ১২ই মার্চ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ ও উপাচার্যের নিকট ডেপুটেশনের দেওয়া হয়।