অবতক খবর,১৮ জুলাইঃ গতকাল কল্যাণী থানার পুলিশের হাতে ধরা পড়ল এক কুখ্যাত দুষ্কৃতী। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ হানা দেয় কল্যাণী মাঝেরচর ৬ নং ওয়ার্ডের ওই দুষ্কৃতীর গোপন ডেরায়। এরপর অভিযুক্তকে আটক করে নিয়ে আসে কল্যাণী থানায়।
পুলিশ সূত্রে খবর,ওই দুষ্কৃতীর নাম নিতাই সূত্রধর,পিতা-কালীন্দ্র সূত্রধর। সে ৬ নং ওয়ার্ডেরই বাসিন্দা। নিতাই প্রায় ন’টি মামলায় অভিযুক্ত। তবে এতদিন সে ফেরার ছিল। মূলত ডাকাতি এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং সেই কারণে তাকে পুলিশ খুঁজছিল। এছাড়াও তার বিরুদ্ধে নোট জালিয়াতির অভিযোগও রয়েছে।
আজ তাকে পেশ করা হয় কল্যাণী আদালতে।