অবতক খবর,২৫ ফেব্রুয়ারী,অর্পন দাস: নদিয়া কল্যাণী থানার অন্তর্গত দক্ষিণ চাঁদমারি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি দোকানে পুলিশি হানা, সেখান থেকে উদ্ধার ২৮ বস্তা চাল ও সরকারি দেড়শ প্যাকেট আটা। গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার কল্যাণীর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক হানা হানা দেন, দোকানের ভিতরেই রাখা ছিল সরকারি চাল ও আটা সেখান থেকেই উদ্ধার হয়। দোকানের মালিক ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ঘটনাস্থলে।
স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে মুখ না খুললেও তাদের দাবি
চালের দোকানের মালিক কালা শিকারির যথেষ্ট প্রভাব রয়েছে এলাকায় তারা আরো বলছেন একদম পাশেই রেশনের ডিলারের অফিস
তা সত্ত্বে কি করে এরকম দুর্নীতি ভাবে রমরমে ব্যবসা করছে। এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ
যার ফলে দুর্নীতিভাবে সরকারি চাল আটার ব্যবসা চালাতো দীর্ঘদিন ধরে
এই ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ২৮ বস্তা চালসহ ১৫০ প্যাকেট আটা বাজেয়াপ্ত করা হয়েছে।