অবতক খবর,২৬ মেঃ কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন খোদ কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। কল্যাণী পৌরসভার ১৮ নং ওয়ার্ডের এক্সপ্রেসওয়ের ধারে দেখা যাচ্ছে সরকারি জমির উপর গড়ে উঠেছে ঘর। আর এবার এই নিয়েই সরব বিধায়ক অম্বিকা রায়। তিনি এ প্রসঙ্গে বলেন,”এখানে একটা চক্র কাজ করছে সরকারি জমি গুলিকে দখল করার। সেই জমিগুলি তারা দখল করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে সেখানে বসিয়ে দিচ্ছে।”

শুধু এই বলেই ক্ষান্ত হননি বিধায়ক। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ হালদারের বিরুদ্ধে। তিনি আরো বলেন,”তৃণমূলের নেতৃত্বদের মদত ছাড়া এটা হতে পারে না।”

অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কাউন্সিলর দেবাশীষ হালদার। তিনি বলেন,”বিধায়কের কথায় কোন গুরুত্ব দিতে চাই না। শুধু মুখে বললেই হবে না প্রমাণ দিতে হবে। তিনি তো এই অঞ্চলের বিধায়ক। তবে তিনি এই বিষয়টি কেন দেখছেন না! কিছুদিন আগেও ওই পিডব্লিউডি’র জায়গায় কিছু ঘর হয়েছিল আমরা সেগুলোকে তুলে দিয়েছি।”

এদিকে এক্সপ্রেসওয়ের ধারে জমি দখল করে ঘর তৈরি হওয়ায়, প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও।

সম্প্রতি এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম স্থানীয় রাজনীতি।