অবতক খবর,১ অক্টোবর: আজ ১লা অক্টোবর, ন্যাশানাল ব্লাড ডোনেশন ডে। আজকের এই বিশেষ দিনটি কাঁচরাপাড়া সরগম ক্লাবের জন্য স্মরণীয় হয়ে রইল। কল্যাণী এইমস্ হাসপাতাল কর্তৃপক্ষ কাঁচরাপাড়া সরগম ক্লাব সহ মোট ১৫টি সংগঠনকে বিশেষ সম্মান প্রদর্শন করলেন। আর এই বিশেষ সম্মান গ্ৰহণ করলেন সরগম ক্লাবের একজন অন্যতম সদস্য তথা সিটু নেতা শম্ভু চ্যাটার্জী।
এ প্রসঙ্গে তিনি জানান,”সরগম ক্লাব এই সম্মানের জন্য গর্বিত।”
তারা প্রত্যেকেই এইমস্ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।