অবতক খবর,২৯ ডিসেম্বর: কল্যাণী চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপ পৌর প্রধান বলরাম মাঝির এবং পরমেশ্বর ওয়েলফেয়ার সোসাইটির যৌথ সহযোগিতায় আজকে ওয়ার্ডে চক্ষু পরীক্ষণ ও চশমা বিতরণ শিবির আয়োজন করা হয়। এই শিবিরে কল্যাণীর ১৪ নম্বর ওয়ার্ড সহ আশেপাশে প্রায় ৮০ জন মানুষ চক্ষু পরীক্ষণ করান ও তাদেরকে চশমা বিতরণের সময় দেওয়া হয়। তাছাড়া এই শিবিরের পাশাপাশি মানুষকে সুগার থেকে সচেতন করতে তাদের সুগার টেস্ট করা হয় । প্রায় একশ ওপর মানুষ সুগার টেস্ট করান ।

উপ পৌরপিতা বলরাম মাঝি জানান প্রত্যেক বছর ন্যায় এ বছরও মানুষের পাশে দাঁড়াতে ও পিছিয়ে পড়া মানুষের পাশে সহযোগিতার জন্য এই চক্ষু পরীক্ষণ ও চিকিৎসা শিবির আয়োজন করা হয়। এ বছরও মানুষ এই শিবীরের অপেক্ষায় ছিলেন। এই শিবিরে তাদের ফ্রি তে চশমা ও চক্ষু পরীক্ষণ করে যাদের প্রয়োজন তাদের চশমা তুলে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা সবসময় সারা বছর মানুষের পাশে থাকি আর মানুষের জন্য কাজ করে যাই বলে তিনি দাবি করেন। পরমেশ্বর ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার রামাগ্য রায় জানান, মানুষের পাশে দাঁড়াতে তা ভীষণ ভালো লাগে । তাছাড়া কল্যাণী পৌরসভারপ্রধান বলরাম মাঝি যেভাবে প্রত্যেক দিনের মতন সব সময় মানুষের জন্য কাজ করছেন সেটা দেখে তার আরো আনন্দ হয় তাই তিনি সবসময় তার পাশে দাঁড়াতে উদ্যোগী হয় তিনি সমস্ত মানুষকে শুভেচ্ছা জানান।