অবতক খবর,২৩ সেপ্টেম্বরঃ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 6:12 নাগাদ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কল্যাণীর দিক থেকে আসা এফসিআই এর মাল বোঝাই ট্রাক এবং মারুতি সুইফট ডিজায়ার গাড়ির সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর যে মাল বোঝাই লরিটি আসছিল এফসিআই থেকে কল্যাণী এইমসের দিকে। প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রাকটি বেশ গতিতেই ছিল।
আনন্দনগর মোড়ের কাছে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মারুতি গাড়িটিকে। তারপর থেকে ট্রাকের ড্রাইভার পলাতক। সুইফট ডিজায়ার গাড়ির পিছনে বসে থাকা যাত্রী আহত হন। তাকে JNM হসপিটালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কল্যাণী ট্রাফিক গার্ডের পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
দুটি গাড়িই এই দুর্ঘটনার জেরে বেশ ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে।