অবতক খবর :: শিলিগুড়ি :: ৬মে ::    লকডাউন জনিত খাদ্য সংকট সামাল দিতে এগিয়ে এল কলেজ ছাত্র-ছাত্রীরা। মুন্সি প্রেমচাঁদ কলেজের পক্ষ থেকে আজ শিলিগুড়িতে বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হলো।আজ সকালে শিলিগুড়ির সায়েন্স,আর্টস এবং কমার্স-এর ছাত্রছাত্রীরা মিলিতভাবে দুস্থদের মধ্যে চাল,ডাল,তেল আলু আটা এবং সবজী বিতরণ করেন। কলেজ ছাত্র-ছাত্রীদের তরফ থেকে জানানো হয়েছে, একদিন পর পর এই ত্রান বিতরণ অনুষ্ঠান চালানো হবে। ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ থেকে সাধারণ সকলে।