অবতক খবর,৫ মার্চ:  কলেজের অধ্যক্ষের সামনে আন্দোলনকারী পড়ুয়াদের মারধর তৃণমূল ছাত্র পরিষদের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজে।

উল্লেখ্য গত কয়েকদিন ধরে ইসলামপুর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সেমিস্টারের ভর্তির অধিক ফি তুলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে কলেজের পড়ুয়াদের একাংশরা। ঠিক আজও পড়ুয়ারা একেই দাবিতে কলেজের গেটের সামনে আন্দোলন শুরু করলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের উপর চোরাও হয়।

এরপর সেখান অধ্যক্ষের ঘরে গিয়ে মেঝেতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়াদের একাংশরা। এরপর অবস্থান বিক্ষোভ চলাকালীন আচমকা অধ্যক্ষের ঘরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ঢুকে মারধর শুরু বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদি ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দাবি আন্দোলনকারী পড়ুয়ারা SFI ছাত্র সংগঠনের সদস্য। কিন্তু আন্দোলন রত পড়ুয়াদের তারাও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বলে দাবি করেন। এবং সংগঠনের পতাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

অন্যদিকে উঠে আসা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন কলেজের অধ্যক্ষ ডঃ উজায়ের আহমেদ। পাশাপাশি আন্দোলন রত পড়ুয়াদের বহিরাগত তকমা দিয়েছেন। গোটা ঘটনায় এদিন ইসলামপুর কলেজে চরম উত্তেজনা চোখে পড়ে।