অবতক খবর,৫ জানুয়ারি: বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রবিবার সকালে বোম্বাই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয়ে প্রতিক্রিয়া দেন ।।।
মন্ত্রী ফিরহাদ হাকিমের আজব যুক্তি প্রসঙ্গে
বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে নিয়ে আসছে কে? তৃণমূল কংগ্রেসের কোন নেতা ভাড়া নিয়ে করে নিয়েছে আমরা বলছি না বাবলা সরকারের স্ত্রী বলছে,আমার স্বামী খুন হয়েছে গোষ্ঠী দ্বন্দ্বের জন্য বর্ডার উন্মুক্ত রাখবেন কাঁটাতার দিতে দেবেন না।
আপনি চাইবেন দুষ্কৃতী রাজ হোক বাংলা তো ভাগাড় বানিয়ে দিয়েছেন।
ভারত ও বাংলাদেশের মধ্যে ৯৫ জন মৎস্যজীবী আদান-প্রদান হচ্ছে আজ
মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য আমি ধন্যবাদ দেব আমাদের বিদেশ মন্ত্রী এস জয় শংকর ধন্যবাদ জানাবো বহু সময় এরকম হয়েছে মৎস্যজীবীরা সীমানা বুঝতে না পেরে অন্য দেশের সীমানায় চলে যান স্বাভাবিকভাবে অন্য দেশের পুলিশ তাদের আর গ্রেফতার করেছে বা সীমান্ত রক্ষী বাহিনী তাদের গ্রেফতার করেছে প্রধানমন্ত্রীর তরফ থেকে বাংলাদেশের সাথে বিদেশ মন্ত্র কথা বলছিল সেই কথা বলে এতদিনে তারা বাড়ি ফিরছে সেই সমস্ত পরিবারকে আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো।
দল ছেড়ে যাওয়া কর্মীদের বার্তা দিতে চান শুভেন্দু অধিকারী, তড়িঘড়ি পৌঁছালেন সদ্য দল তাকি অশোক করনের বাড়িতে ।
নন্দীগ্রামে বেশকিছু লোক অন্য দলে জয়েন করেছে মাননীয় বিরোধী দলনেতার বিধানসভা উনি বিষয়টি দেখছেন আমরাও এ ব্যাপারে নজর রাখছি এখনো আমার মনে হয়, যত ভোট এগিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গে ট্র্যাডিশন আছে এদিক ওদিক যাওয়ার।
বিএসএফকে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
আমি তো আগেই বলেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বক্তব্য প্রথমবার নয় ২১ এ ভোটের আগে বলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর উপরে বটি, ঝাঁটা এসব নিয়ে আক্রমণ করতে বলেছিলেন এই প্রথম ভারতবর্ষে ভারতবর্ষে কমিউনিস্ট স্থাপন ছিল কেরালাতে ঘরোতর কমিউনিষ্ট শাসন আছে তারা পর্যন্ত ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন কিনা আমি দেখিনি।
তৃণমূল নেতা গাড়ি থেকে নেমে গুলি চালিয়েছেন
এটা কালকের ঘটনা ঘটেছে এটা গ্রামবাসী দোষ নয় তৃণমূল নেতা পারলে আপনার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাবেন আপনি বারণ করতে পারেন না এত বড় দেশ সেবার কাজ করছে তারা, এটা গ্রামবাসীদের দোষ।