অবতক খবর,১৩ ডিসেম্বর:কলকাতা পুরসভার স্কুলের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করে ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হন বিবেকানন্দ পার্কে।
প্রশ্ন:: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন।
এটা নিয়ে আমি এখন কিছু বলবো না।
আই এম ভেরি ডিজাপয়েন্টেড।
প্রশ্ন :: বাংলাদেশ থেকে ক্রমাগত হুমকি।
ভারত যদি না থাকতো বাংলাদেশ তৈরি হতো না। বাংলাদেশের যারা আজকে বড় বড় কথা বলছে ওদের অস্তিত্বটাই ভারতের জন্য। ভারতের মানুষ ; ভারতের সরকার যদি পাশে না থাকতো, পাক সেনারা ওদের শেষ করে দিত। পুরোটাই ভারতবর্ষের জন্য। এই গ্র্যাটিটিউড টুকু নেই। এটাই আমাদের আফসোস।
শূন্য কলসি বাজে বেশি। ভারতের শক্তি সম্পর্কে আইডিয়া আছে?
আমরা বাঙালিরা.. এপার বাংলা, ওপার বাংলা; কিসের জন্য বিখ্যাত! আমাদের সংস্কৃতির জন্য, আমাদের কৃষ্টির জন্য, আমাদের ভাতৃত্ববোধের জন্য। আর ওরা সেই বাংলাটাকে, সেই আমাদের যে বাঙালিয়ানা.. সেটাকেই হীন করছে।