অবতক খবর,৪ ফেব্রুয়ারী : কলকাতা থেকে শিলিগুড়ি কুড়ি জন সাইকেল আরোহী সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা নিয়ে পৌঁছালো ইসলামপুরে।
বাস টার্মিন এসে তারা পৌঁছান পুরি জেলার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয় তাদের হাতে ফুলের তোড়া ও লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হয়।

উপস্থিত পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি উদয় তামাং ,ট্রাফিক ওসি নির্মল সরকার সহ অন্যান্য ট্রাফিক বিভাগের আধিকারিকরা ও ট্রাফিক পুলিশের।
তাপস দাস সাইকেল আরোহী জানান গত ২৯ তারিখ সল্টলেক আরোখা ভবন থেকে এই সাইকেল যাত্রার আরম্ভ হয়।
পরিবহন মন্ত্রী এর উদ্বোধন করেন।
বিভিন্ন জেলা হয়ে আজ ইসলামপুরে পৌঁছেছি।
মূলত সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা নিয়ে জেলায় জেলায় আমরা ঘুরছি।
উদয় তামাং ডিএসপি ট্রাফিক বলেন তেইশ জনের দলের সদস্য রয়েছে কুড়িজন সাইকেল আরোহী রয়েছেন তারা আজ ইসলামপুরে এসেছেন এবং গতকাল তারা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিবেন।