অবতক খবর,২৬ ডিসেম্বর: কোলকাতার ইস্কনের প্রধান রাধারমণ দাস নিজে এসে বাংলাদেশের চিন্ময় প্রভুর আইনজীবি রবীন্দ্র নাথ দাসকে ইস্কনের মঠে নিয়ে গেলেন।সেখান থেকে রবীন্দ্রনাথ দাস কোলকাতার হাইকোর্ট এর আইনজীবীদের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি জানান,সুস্থ থাকলে তিনি চিন্ময় প্রভুর হয়ে ২রা জানুয়ারি আইনী লড়াই লড়বেন।তবে তিনি জানান, মৃত্যুর ভয় করেন না।অন্যায়ের প্রতিবাদ তিনি করবেনই।