অবতক খবর,৪ সেপ্টেম্বর,কলকাতা : কলকাতায়, রিয়েল এস্টেট কনভেনশন ২০২৩-এর অনুষ্ঠানে, যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য—

•ডানকুনি থেকে হলদিয়া এমন বেশ কিছু কোরিডোর তৈরি হচ্ছে। সরকারি জমি রয়েছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। রিয়েল এস্টেট ব্যবসায় আমাদের রাজ্যে ভালো এগোচ্ছে।

•দিল্লি মুম্বাই থেকে এখানে রিয়াল এসটেটেরএর দাম বেড়েছে বেশি।

•অনেকের রটাচ্ছে যে পশ্চিমবঙ্গে শুধু কমিনাল দাঙ্গা হচ্ছে। কোন দিক থেকে উন্নয়ন নেই? সম্পূর্ণ মিথ্যা কথা।

•আমরা কেন্দ্রীয় সরকারের থেকে পুরস্কারও পেয়েছি। ডুইং বিজনেস।

•চা ব্যবসায় নিয়ে খুব ভালো পর্যটন ব্যবসা হচ্ছে। বেশ কিছু মানুষের চাকরি হচ্ছে রিয়েল এস্টেটে।

•আমাদের ল্যান্ড ব্যাংকে জমি রয়েছে। লজিস্টিক হাব সহ বেশ কিছু বিষয় নিয়ে বিনিয়োগকারীরা ব্যবহার করতে পারেন।

•পরিযায়ী শ্রমিকদের জন্য ভাবতে হবে। আমরা ডেটা ব্যাংক দিয়ে দেব। তারা বিভিন্ন কাজে দক্ষ। আপনারা তাদের কাজে লাগাতে পারেন।

•অনেকে আছেন সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন কিন্তু ফ্ল্যাট ডেলিভারি দিচ্ছেন না।তাদের ব্ল্যাক লিস্টেড করতে হবে।

•ভার্চুয়াল ভাবে পুরুলিয়া সিমেন্ট কারখানার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

•অনেক বিনিয়োগকারীরা এজেন্সির মারফত সমস্যায় পড়ছেন। আমার পরিবার কেও বিভিন্নভাবে হেনস্থা করছে এজেন্সি। এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়বস্তু।

• *ক্ষুদ্র শিল্পে আমরা এক নম্বর*।

•আমি স্পেনে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার থেকে পারমিশনটা অনেক লেটে পেয়েছি।

• ‘অন্যের পয়সায় এক কাপ চাও খাইনি। তবুও ইডি-সিবিআই আসছে।’ – ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। ক্রেডাই এর অনুষ্ঠানে এজেন্সি নিয়ে উস্মা প্রকাশ। উস্মা প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।