অবতক খবর :: শিলিগুড়ি :: ৩১ মে :: লকডাউনের জেরে বিশ্বজুড়েই বেকারত্বের স্পষ্ট আভাস। উন্নয়নশীল দেশগুলির পাশাপাশি উন্নত দেশগুলির অর্থনৈতিক অবস্থাও বেহাল। এদেশেও লকডাউনে চাকরী গেছে অনেকেরই। নেই এমন কোনও ব্যবসা এমনকি যারা তারাও ভুগছেন নানান সমস্যাতে।
শিলিগুড়িতে সংষ্কৃতি জগতের মানুষেরাও ভুগছেন আর্থিকভাবে,তাদের হাতে নেই কোনও কাজ তেমনি অনিশ্চিত তাদের ভবিষ্যতও,আজ তাদের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। আজ প্রায় চল্লিশজনের হাতে সাহায্য তুলে দিলেন তারা। উপস্থিত ছিলেন পুলিশের বড় বড় কর্তারা এবং বিশিষ্ট সমাজসেবী বাবলু তালুকদার।








