অবতক খবর,৪ আগস্টঃ কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্য ঘিরে শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো জগদ্দলের এলান্স জুটমিলে। মৃতের নাম বিবেক কুমার রাজভর ( ৪১)। তিনি মিস্ত্রি বিভাগের শ্রমিক ছিলেন। মৃতের সহকর্মীরা জানান, এদিন সকাল পৌনে আটটা নাগাদ কর্মরত অবস্থায় বিবেক মাথা ঘুরে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাত পান। আটটা নাগাদ মিলের ডিস্পেন্সারিতে চিকিৎসার জন্য গিয়েছিল। ওষুধ ও ইনজেকশন দেবার পর শারীরিক অবস্থার অবনতি হয়।

অভিযোগ, মিলে এম্বুলেন্স না থাকায় ওকে গাড়িতে করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর বিবেকের মরদেহ হাসপাতাল থেকে ফের মিলের ভেতরে আনা হয়। মৃতদেহ লেবার অফিসে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। তাদের দাবি, মৃতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারের একজনকে চাকুরী দিতে হবে। তাছাড়া মিলে চব্বিশ ঘন্টা এম্বুলেন্স পরিষেবা চালু করতে হবে। তীব্র উত্তেজনার সামাল দিতে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। বেলার দিকে মিল কর্তৃপক্ষের তরফে দুলক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকুরির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।