অবতক খবর :: শিলিগুড়ি :: আজ উত্থান স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে করোনা যুদ্ধে শহীদ দার্জিলিং জেলার অন্তর্গত ফাঁসীদেওয়া ব্লকের স্বাস্থ্যকর্মী তথা করোনা যোদ্ধা প্রয়াত বিষ্ণু চ্যাটার্জী মহাশয়ের মাটিগাড়া ব্লকের অন্তর্গত কলমজোতের বাড়িতে উপস্থিত হয়ে কিছু সহযোগী ভূমিকা পালন করে। তার পাশাপাশি শহীদ বিষ্ণু বাবুর পরিবারের সদস্যদের দ্রুত সরকারি বীমাকৃত অর্থ ও তার পরিবারের যে কোন এক সদস্যের চাকুরির ব্যবস্থা সুনিশ্চিতকরনের পূর্বে করা উক্ত সংস্থার দাবির বিষয়সমূহ অবগত করান হয় ও আগামীদিনে উক্ত পরিবাবের পাশে থাকবার সর্বপ্রকার আশ্বাস প্রদান করে।
উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শ্রী উৎপল সরকার, সাধারণ সম্পাদক শ্রী চিরঞ্জিৎ সাহা, সম্পাদক শ্রী প্রীতম সিংহ ও শুভজিৎ সেন।