অবতক খবর ,উত্তর ২৪ পরগনা ::বাগুইআটি থানার পুলিশ আচমকা হানা দেয় বিভিন্ন সবজির দোকান ও মুদিখানার দোকান গুলোতে। করোনা ভাইরাস এর কারণে সরকার আগামী ২২তারিখ কার্ফু জারি করার কারণে এই সমস্ত দোকানগুলোতে কোনও জিনিসের দাম ঠিক ঠাক নিচ্ছে কিনা বা দোকানে বেশি মাল স্টক করে রেখেছে চড়া দামে বিক্রি করছে কিনা সেই সমস্ত কারণেই হানা দেয় পুলিশ এবং দোকানে কিনতে আসা ক্রেতাদের সঙ্গেও কথা বলেন।

এর পাশাপাশি বাগুইআটি এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে হানা দেয় পুলিশ কোনও রকম কালোবাজারি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে। মূলত মাস্ক ও স্যানিটাইজার সঠিক দামে বিক্রি করছে কিনা তা দেখছে। বেশ কয়েকটি ওষুধের দোকানে বাড়তি দাম নেওয়া হচ্ছিল এমনই খবর পেয়ে হানা দেয়। বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে পুলিশ। বিক্রেতাদের সাবধান করতে পুলিশের এই হানা।