অবতক খবর :: শিলিগুড়ি :: বিখ্যত বিশেষক অমিয় কুমার গাঙ্গুলী করোনা নিয়ে মানুষকে সাবধান করে দিলেন। তিনি জানালেন এটা চলছে তৃতিয় ধাপ। এই ধাপে যদি আমরা সাবধান না হতে পারি তবে আমাদের ক্ষতি অনিবার্য। এখন আমাদের একে অন্যের সাথে দুরত্য রেখে চলতে হবে।
তিনি আরো বললেন আমার মনে হয় ভারতীয়দের একটু বেশীই সাবধানে চলা দরকার কারন আমাদের এখানকার চিকিৎসা ব্যাবস্থা একেবারে দুর্বল।