নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: শিলিগুড়ি :: ১৪ জুন :: শিলিগুড়ি ডাব গ্রাম মাঠে আজ থেকে অনুরোধ করা হল জমায়েত না করার জন্য। প্রতিদিন প্রচুর মানুষ ওই মাঠ পার্শ্ববর্তী এলাকায় জমায়েত করেন। গত কয়েকদিনে শিলিগুড়িতে বেড়েছে সংক্রমন তার সঙ্গে সঙ্গে বেড়েছে আতঙ্কও তাই এবার শিলিগুড়ির প্রশাসন কোমর বেধে নেমে পড়েছে যাতে আরো কঠোরভাবে নিয়মকানুন পালন করা হয়।
হায়দারপাড়া এবং সুভাষপল্লী বাজারের সময় কমিয়ে আনা হয়েছে, বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির কাছে গাইডলাইন পৌছে দেওয়া হয়েছে, শহরের প্রতিটি দোকানদারদের কাছে বার্তা পৌছে দেওয়া হয়েছে যতটা সম্ভব কম জমায়েত করবার জন্য, এবারে বিভিন্ন মাঠের ক্ষেত্রে নিয়ম বেধে দেওয়া হল। আগামীতে যদি লকডাউন ব্যাবস্থা কার্যকর হয় তবে এই নিয়মগুলি আরো কঠোর হবে বলে মনে করছে শিলিগুড়িবাসী।