অবতক খবর :: হুগলী :: শ্রীরামপুর ::    করোনা আবহেও প্রেমের ছেদ নেই । বেশ ঘটা করেই প্রেম এর যাতায়াত । চতুর্থ পর্বের লকডাউন শেষে আনলক ওয়ানের প্রথম দিনেই গাঁটছড়া বাঁধলেন শ্রীরামপুরের অনিমেষ ও পৌলমি ।

আর পাঁচটা বিবাহের অনুষ্ঠানের মত না হলেও নতুনত্ব বইকি ! লোকজনের খুব একটা হুড়োহুড়ি নেই । বাড়ি ভর্তি লোকজনের আনাগোনা নেই । মুখে মুখে কথা হচ্ছে অনেকটাই দূর থেকে মাস্ক এর আড়াল দিয়ে । ভয় ভয় পরিবেশে নতুন জীবনে প্রবেশের অভিজ্ঞতা । যা হয়তো আগামী প্রজন্মের কাছে গল্প বলার মত বিষয় হয়ে থাকলো ।