অবতক খবর :: মুর্শিদাবাদ :: করোনা আতঙ্কে গোটা বিশ্ব যখন আতঙ্কিত তখন এক অদ্ভুত চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের ডোমকল জলঙ্গি ,রোডের উপর বসে থাকতে দেখা গেল কিছু ছাগল কে। যেখানে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে বসে আছে ছাগলগুলো পাশ দিয়ে অনেক গাড়ি ঘোড়া গেলেও ভ্রুক্ষেপ নেই তাদের।

ডোমকলের বিশিষ্ট চিকিৎসক আতিকুর রহমান মানুষকে সতর্ক থাকার আবেদন জানাচ্ছেন ,তিনি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ, তাই আমাদের উচিত সামাজিক দূরত্ব বজায় রেখে চলা । করোনা যেভাবে মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে পড়ছে ,তার বক্তব্য যে পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে আসছেন তাদের সঠিকভাবে কোয়ারেন্টাইন করে রাখা হোক। ডোমকলের রাস্তায় এইরকম একটি ছবি দেখার পর তিনি সকলের উদ্দেশ্যে বলতে চান ছাগল যদি দূরত্ব বজায় রেখে চলতে পারে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমরা কেন পারব না। তাই তিনি সকলের উদ্দেশ্যে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার কথা বলেন। আমরা যদি সচেতন হই তাহলে করোনা থেকে সকলেই একদিন জয়লাভ করবো।









