উৎপল রায় :: অবতক খবর :: ময়নাগুড়ি ::   কলকাতার নার্সিং ট্রেনিং স্কুল টির তালিকা থেকে জানা যাচ্ছে জলপাইগুড়ির করোনা আক্রান্ত ছাত্রী টি যে বাসে ফিরেছিলেন সেই বাস টিতে তার সহযাত্রী হয়ে ফিরেছিলেন ময়নাগুড়ি থানার অন্তর্গত বাকালি, হেলাপাক্রি ও দোমহনির ৩ জন ছাত্রী।
ছাত্রী দের পরিবারের সাথে ফোনে যোগাযোগ করলে তারা জানান, তারা সবাই ভালো আছেন ও হোম কোয়ারেন্টিনে আছেন।

ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডা. লাকি দিওয়ান জানান ৩ জন ছাত্রীর মধ্যে ২ জন ছাত্রীর নমুনা ১৬ তারিখ সংগৃহীত হয়েছে ময়নাগুড়ি হাসপাতালের নমুনা সংগ্রহ কেন্দ্রে এবং আজ বাকি ১ জনের নমুনা সংগ্রহ করা হবে। অভিযোগ উঠছে যে ময়নাগুড়ির বিধায়ক, আধিকারিক দের নমুনা সংগৃহীত হলেও সাধারণ মানুষের ক্ষেত্রে ঢিলেমি চলছে।