অবতক খবর :: শিলিগুড়ি :: বিক্রি কমেছে মাছের । শিলিগুড়ির বিভিন্ন এলাকায় যেমন মাছের যোগান কমে গেছে তেমনি কমে গেছে মাছের বিক্রি।শিলিগুড়ির হিলকার্ড রোড, সেবক রোডে পযর্ন্ত মাছওয়ালা ফেরী করছে মাছের,যেখানে শিলিগুড়ির বিধান মার্কেট,হায়দার পাড়া,সুভাষপল্লীতে মাছের বিক্রি কমে গেছে অনেকটাই।
শিলিগুড়ির বিভিন্ন মাছের বাজারের ব্যাবসায়ীরা জানাচ্ছেন মাছের যোগান কম হওয়ায় বাজারে মাছ কম আসছে,ফলে একই রকমের মাছ মানুষ খেতে পছন্দ করছেন না। এক মাছ বিক্রেতা জানাচ্ছেন পূজোর আগে বাজারে মাছের ব্যাবসা বাড়বার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আমাদের মধ্যে অনেকেই অন্য ব্যাবসা করবার চিন্তা করছেন,একই কথা বলছেন শিলিগুড়ির ফেরী করা মাছের ব্যাবসায়ীরাও,তারা জানাচ্ছেন আগের চাইতে মাছ বিক্রি কমে গেছে প্রায় পঞ্চাশ শতাংশ। এখন বাধ্য হয়ে আমরাও অন্য ব্যাবসার দিকে ঘুরে যাচ্ছি।









