অবতক খবর ,দক্ষিনেশ্বর ::করোনা ভাইরাস এড়াতে দক্ষিণেশ্বর মন্দির বন্ধ না করে আপাততঃ সেফটি, সিকিউরিটি ও সচেতনতা চেষ্টা করে দর্শনার্থীদের দর্শনের সুযোগ করে দিচ্ছেন মন্দির কতৃপক্ষ।মন্দিরে সম্পাদক কুশল চৌধুরি বলেন মন্দির চত্ত্বরে ৩০ জনের বেশি প্রবেশ অধিকার নেই এবং ১০ জন করে দূরত্ব বজায় রেখে মূল মন্দিরে পূজোর ব্যবস্থা করা হচ্ছে।ভক্তরাও এই ধরনের উদ্যেগে খুশি।এবং তারাও সচেতনতার সঙ্গে মন্দিরে আসছেন।
দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য দক্ষিনেশ্বর মন্দির খোলা থাকবে কিন্তু অধিক সংখ্যক ভক্তের আগমন হলে একসঙ্গে তাদের প্রবেশাধিকার দেওয়া হবে না আলাদা আলাদা ভাবে মন্দিরপ্রাঙ্গনে প্রবেশ করতে পারবে।