সতীনাথ ভট্টাচার্য :: অবতক খবর :: ২৩সে জুন,২০২০ :: নৈহাটি :: করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ই জুন,২০২০ থেকে ২২সে জুন,২০২০ পর্যন্ত কলকাতার সি এন সি আই রাজারহাটে ভর্তি ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ নৈহাটী থানার সাবইন্সপেক্টর সমীর দাস।
আজ করোনাকে হারিয়ে বীর-যোদ্ধার মতো বাড়িতে ফিরলেন,করোনা বিজয়ী ইন্সপেক্টর সমীর দাস।তিনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে বলেন ,করোনা রোগীদের অবহেলা না করে তাদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করার কথা।এছাড়াও সমীর বাবু জানান,করোনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।বারে বারে হাত ধোয়া ও মুখে মাস্ক পরার কোথাও এদিন তিনি বলেন।
মানুষের সেবার জন্য নিয়োজিত থাকা করোনা যোদ্ধা সমীর বাবু কিছুদিন নিজ বাড়িতে কাটিয়ে,পুনরায় নৈহাটির মানুষদের সুরক্ষার দায়িত্ব নিজহাতে তুলে নেবেন বলে সূত্র মারফত জানা যায়।