অবতক খবর,২৮ জানুয়ারি:  করনদীঘি ব্লকের রসাখোয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হচ্ছে দুয়ারে সরকার।মঙ্গলবার সারাদিন ব্যপী চলা এই শিবির পরিদর্শন করেন করনদীঘির বিধায়ক গৌতম পাল।বিধায়ক গৌতম পাল জানিয়েছেন,মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনাতে নবম দুয়ারে সরকার আয়োজিত হচ্ছে।

এখানে সরকারী প্রকল্পগুলির সুবিধা,তথ্য মানুষ নিতে পারছেন।নিজের বাড়ীর কাছে রাজ্য সরকারের জনকল্যানমুখী প্রকল্পের সুবিধা নিতে মানুষ এই শিবিরে আসছেন।