অবতক খবর,১৬ ডিসেম্বর,করনদিঘী,১৬ ডিসেম্বর:করনদীঘি বিধানসভার রসাখোয়াতে দুটি নির্মানকাজের শুভসূচনা করলেন বিধায়ক গৌতম পাল।সোমবার দুপুরে রসাখোয়া শ্বশানের সীমানা প্রাচীর ও রসাখোয়া বোলদাদীঘির ঘাট নির্মানের শুভ সূচনা করা হয়।
করনদীঘির বিধায়ক গৌতম পাল জানিয়েছেন,রসাখোয়া প্রানকেন্দ্রের শ্বশানটির সীমানা প্রাচীর নির্মান করা হবে।রসাখোয়ার বোলদাদীঘিতে ছটপুজা অনুষ্ঠিত হয়।বহু পূন্যার্থীরা এই ঘাটে ছটপুজা করে থাকেন।এই দীঘির ঘাট বাঁধিয়ে সিঁড়ি বানানো হবে।এই দুটি নির্মানকাজের শুভ উদ্বোধন করা হল।
রসাখোয়াকে মডেল রসাখোয়া হিসাবে সাজানো হচ্ছে।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকুল্যে ৫৬ লক্ষাধিক টাকা ব্যয়ে প্রকল্পদুটি দ্রুত রুপায়িত হবে।