অবতক খবর, উত্তর দিনাজপুরঃ করণদিঘী ব্লকের অন্তর্গত লাহুতারা PMGSY হইতে মাটিয়ানী পর্যন্ত পাকা রাস্তার শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের বিদ্যুৎ ও অচিরাচারিত শক্তির কর্মাধ্যক্ষা শ্রীমতি বিপাশা দাস( সিনহা ) । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘী বিধানসভার বিধায়ক মনোদেব সিনহা এবং থানার আইসি ধূরব প্রধান, ও SC ST OBC Celler ব্লক সভাপতি রমেশ সিনহা, ভবেশ দাস, এবং স্থানীয় গ্রামের মানুষজন।