অবতক খবর, উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর জেলার করণদিঘী পাটি অফিসে অনুষ্ঠিত হল তৃণমূল কর্মী সন্মেলন ‘বাংলার গর্ব মমতা’। এই সভায় উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক মনোদেব সিনহা এবং মাইনোরিটির জেলা সভাপতি আব্দুল কাদের হাজি, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষা বিপাশা দাস সিনহা মহাশয়া, জেলা পরিষদের সদস্য সোহারবানু, SC ST OBC Celler ব্লক সভাপতি রমেশ সিনহা, ডালখোলার Board of Administer সুভাষ গোস্বামী।